হাওজা নিউজ এজেন্সি: মূল তথ্যগুলো সংক্ষেপে নিম্নরূপ:
নিরাপত্তা বাহিনীর পিছু হটা ও জনমনে আতঙ্ক:
তথাকথিত “জুলানী সরকারের” অধীনস্থ ‘সাধারণ নিরাপত্তা বাহিনী’, যারা এর আগে আল-দেইর এলাকায় নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা হঠাৎ করে পিছু হটে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
সুইদায় যুদ্ধবিরতি বাস্তবায়ন হয়নি:
স্থানীয় সূত্র জানায়, এখনো পর্যন্ত সুইদা প্রদেশে ঘোষিত যুদ্ধবিরতির কোনো শর্ত কার্যকর হয়নি। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কারণ জুলানীপন্থী গোত্রীয় সশস্ত্র সদস্যরা সেখানে নতুন করে ঢুকে পড়ছে।
গোত্রীয় বাহিনীর যুদ্ধবিরতির বিরোধিতা:
জুলানীঘনিষ্ঠ এক সাংবাদিক জানান, জুলানীপন্থী সশস্ত্র গোত্রগুলো যুদ্ধবিরতিকে স্বীকার করছে না এবং তারা সুইদা ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে। প্রকাশিত ভিডিও ফুটেজেও দেখা গেছে, তারা এলাকায় টিকে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।
সহিংসতায় ভয়াবহ ক্ষয়ক্ষতি:
ড্রুজি গোষ্ঠী ও জুলানী-সমর্থিত গোত্রীয় যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এতে সুইদা শহর ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, অবকাঠামোর ক্ষতি এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
আত্মঘাতী ড্রোনের ব্যবহার:
নতুন ভিডিওতে দেখা গেছে, জুলানীপন্থী বাহিনী আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ড্রুজিদের লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে, যা সংঘর্ষকে আরও ভয়াবহ রূপ দিতে পারে।
বিদেশি সন্ত্রাসীর মৃত্যু:
সুইদার সংঘর্ষে প্রথম কোনো জর্ডানীয় জঙ্গি, ইয়াহইয়া আস-সামাদি নিহত হয়েছে। সে বেদুইন গোত্রের হয়ে লড়াই করছিল।
অস্ত্রাগার উদ্ধার:
জুলানীপন্থী বাহিনী সুইদা থেকে একটি বড় অস্ত্রাগার উদ্ধার করেছে, যেখানে বিভিন্ন ধরনের রকেট মজুদ ছিল।
ড্রুজি ‘আল-কারামা’ আন্দোলনের বিবৃতি:
এই আন্দোলন জানিয়েছে, “সরকার-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলো এখনো গ্রাম ও শহরে হামলা চালাচ্ছে, শান্তিপ্রিয় নাগরিকদের নির্যাতন করছে, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা উপেক্ষা করে দখল-সহিংসতা চালিয়ে যাচ্ছে।”
ইসরায়েলি মন্ত্রীর ভণ্ডামিপূর্ণ অবস্থান:ই
সরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর, যিনি নিজ দেশের হামলায় গাজায় দুই লাখের বেশি নিরীহ মানুষকে হত্যা বা আহত করেছেন, তিনি এখন সিরিয়ার সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি কুড়াতে চাচ্ছেন। তিনি জুলানীর সাম্প্রতিক বিবৃতিকে "জিহাদিদের পক্ষে এক ধরণের ভণ্ডামিপূর্ণ সমর্থন" বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক বৈঠকের সম্ভাবনা:
জুলানী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসআদ আশ-শিবানী, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সফাদি এবং যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক প্রতিনিধি টম ব্যারাকের মধ্যে আজ জর্ডানে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জুলানী-ঘনিষ্ঠ সিরিয়ান টিভি।
আপনার কমেন্ট